আতশবাজির বর্ণিলচ্ছটায় বিশ্বজুড়ে বরণ করা হচ্ছে নতুন বছর। ভৌগোলিক কারণে, সবার আগে ২০২৫ সাল’কে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড। প্রতিবেশী অস্ট্রেলিয়ার সিডনি হারবারেও ছিলো জমকালো আয়োজন। বর্ণিল আয়োজন ছিলো চীন, মালয়েশিয়া’সহ এশিয়ার বিভিন্ন দেশে।
ভৌগলিক কারণেই সবার আগে ২০২৫ সালকে স্বাগত জানালো নিউজিল্যান্ড। ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁতেই নতুন বছরকে স্বাগত জানিয়ে শুরু হয় আতশবাজি। ২০২৫ সালকে বরণ করা হয়, অকল্যান্ডের স্কাই টাওয়ারের আতশবাজি উৎসব দিয়ে।
নিউজিল্যান্ডের পর, বর্ষবরণের উৎসব শুরু হয় প্রতিবেশি অস্ট্রেলিয়ায়। ২০২৫ সালকে স্বাগত জানানোর সবচেয়ে জমকালো আয়োজন করা হয় সিডনিতে। চোখ ধাঁধানো আতশবাজিতে মেতে ওঠে হারবার। বর্ণিল আলোয় রঙ্গিন হয়ে ওঠে সিডনির আকাশ।
ভৌগলিক দূরত্বে, দেরিতে নতুন বছর আসলেও, আয়োজনে কমতি নেই অন্যান্য দেশেও। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনে ২০২৫ সালকে বরণ করেছে চীনের মানুষ।
নতুন বছর বরণে আয়োজন ছিলো তাইওয়ানেও। ১০১ তলা তাইপেই টাওয়ারে ছিলো, আতশবাজির মনোমুগ্ধকর আয়োজন।
এদিকে, ঘড়ির কাঁটা ১২টা ছুতেই বর্ণিল আতশবাজির মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় হংকং। মালয়েশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশেও জমকালোর আয়োজন স্বাগত জানানো হয় ২০২৫ সালকে।
নতুন বছরের শুভেচ্ছা বার্তা দিচ্ছেন বিশ্ব নেতারা। ভিডিও বার্তায় সিরিয়াকে সব ধরণের সহযোগিতার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগান। তাইওয়ান ইস্যুতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, ২০২৪ সালের শেষদিকে সিরিয়ায় নতুন যুগের সূচনা হয়েছে। প্রতিবেশি দেশটির সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। নতুন যুগে সিরিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে আমরা প্রয়োজনীয় সব সহায়তা করবো।
চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বলেছেন, তাইওয়ান প্রণালীর দুই পাশের সবাই আমরা একটি পরিবার। কেউই আমাদের এই বন্ধন ছিন্ন করতে পারবে না। কোনো শক্তিই আমাদের একত্রিত হওয়ার পথে বাধা হতে পারবে না।
নতুন বছরকে বরণে নানা জমকালো আয়োজন রয়েছে যুদ্ধ বিধ্বস্ত মধ্যপ্রাচ্যসহ এশিয়ার বিভিন্ন দেশেও। ভৌগলিক কারণে সবার শেষে ২০২৫ সালকে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র। জমকালো আয়োজনের জন্য এরইমধ্যে প্রস্তুত ঐতিহাসিক টাইমস স্কয়ার। নতুন করে সাজানো হয়েছে ক্রিস্টাল বল।