বায়ুদূষণে বিশ্বের শীর্ষ স্থানগুলোর র্যাঙ্কিংয়ে সবসময়ই প্রথম সারিতে দেখা যায় এশিয়ার শহরগুলোকে। আরও স্পষ্টভাবে বললে দক্ষিণ এশিয়া। এই অঞ্চলের একাধিক মেগাসিটিকে সহজেই খুঁজে পাওয়া যায় দূষিত বাতাসের নগরীর তালিকায়। সবশেষ তথ্য অনুযায়ী শীর্ষ দশ শহরের ছয়টিই এই অঞ্চলের।
উন্নতির কোনো লক্ষণই দেখা যাচ্ছে না ঢাকার বায়ুমানে। রাজধানীর বাতাস আজও অত্যন্ত অস্বাস্থ্যকর। ২৬২ তে পৌঁছেছে শহরটির আজকের বায়ুমান। স্কোর আর মাত্র ৩৮ পেরোলেই বিপজ্জনক বলে গণ্য হবে ঢাকার বাতাস।
রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
দূষণের তালিকায় গতকালের মতো আজও শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমান আজ ৬৬৩ অর্থাৎ এই শহরের বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের দূষণ স্কোর ৫৯৪ অর্থাৎ সেখানকার বাতাসও অবস্থান করছে দিল্লির কাতারেই। ২৬৮ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো। এরপরের অবস্থানেই ঢাকা।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে থাকে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।