বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে ভারত : এবিএম মোশাররফ

রাসেল মোল্লা, কলাপাড়াঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে। তারা বলছে, বাংলাদেশে হাজার হাজার হিন্দুদের নির্যাতন করা হচ্ছে। বাড়িঘর ছাড়া করা হচ্ছে। অথচ বিবিসি ইন্ডিয়ার রিপোর্টের বিরুদ্ধে তথ্যসহ সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে- বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে না।শেখ হাসিনা যেমন বাংলাদেশকে ভারতে কাছে বিক্রি করে দিয়েছিল। আমরা আগমি দিনে তেমন বাংলাদেশ দেখতে চাই না।

তিনি আরো বলেন,‘ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও তার নির্দেশে কতিপয় দোসর ঘাপটি মেরে এখনও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের লুট করা অর্থে হাসিনার সাঙ্গপাঙ্গরা বিদেশে অবস্থান করে বাংলাদেশের ক্ষতির চেষ্টা করে যাচ্ছে। সবাই ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।’ তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

কলাপাড়া পৌর বিএনপির উদ্যোগে দেওয়া এক গণসংবর্ধনায় প্রধান অথিতির বক্তব্যে মোশাররফ হোসেন আরো বলেন,‘ বিএনপি সবসময় জনকল্যাণে রাজনীতি করে যাচ্ছে। বাংলাদেশের আগামির নেতৃত্ব বিএনপির কর্ণধার তারেক রহমান এ লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারেক রহমান সবাইকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থেকে মানুষের কল্যাণে কাজ করার জন্য দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্যে সমাবেশে উপস্থিত সকলকে কাজ করার জন্য মোশাররফ হোসেন অনুরোধ করেন।

বৃহস্পতিবার শেষ বিকেলে কলাপাড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে গণসংবর্ধনা উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু। অন্যান্যের মধ্যে বিএনপি নেতা জাফরুজ্জামান খোকন, মুসা তাওহীদ নান্নু মুন্সী, বিশ্বাস শফিকুর রহমান টুলু, কামরুজ্জামান কাজল তালুকদার, গাজী সুলতান আহমেদ, যুবদল নেতা নাসির উদ্দিন রতন প্রমুখ বক্তব্য রাখেন। গণসংবর্ধনা সভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে শহীদ মিনার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *