পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ১১ পুলিশ সদস্য

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রদেশের রহিম ইয়ার খান এলাকার কাচা শহরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

পুলিশ জানায়, রহিম ইয়ার খান এলাকার মরুভূমিতে ডাকাতের সন্ধানে টহল দিচ্ছিলো ওই পুলিশ সদস্যরা। এসময় তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা রকেটচালিত গ্রেনেডও ব্যবহার করেছে। ধারণা করা হচ্ছে– তারা ডাকাত, কোনো সশস্ত্র গোষ্ঠী সদস্য নয়। তবে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে ডাকাত দমনে প্রায়ই অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এই ডাকাতেরা গ্রাম ও জঙ্গল এলাকায় গা ঢাকা দিয়ে থাকে। অপহরণ করে প্রায়ই তাদের মুক্তিপণ আদায় করার খবর পাওয়া যায়।

এদিকে, বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাবে একটি স্কুলবাসেও হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে দুই শিশু নিহত এবং ছয়জন আহত হন। ওই হামলার দায়ও কেউ স্বীকার করেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *