পরিবার নিয়ে বিপাকে কনটেন্ট ক্রিয়েটর কাফি, রাত কাটে গোয়াল ঘরে

রাসেল মোল্লা,কলাপাড়াঃ জুলাই বিপ্লবের সমন্বয়কারী ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি দূর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় কাফিসহ তার পরিবার এখন মানবেতর জীবন যাপন করছে। তাদের বসত বাড়ী পুড়ে যাওয়ায় এখন আগুনের হাত থেকে বেঁচে যাওয়া গোয়াল ঘরেই রাত কাটাতে হচ্ছে এমনটাই বললেন কাফির বাবা এবিএম হাবিবুর রহমান। তিনি আরো বলেন, আমাদের পরিবারে ৬ সদস্যদের নিয়ে এখন দিন কাটে কষ্টে। কয়লা ছাড়া কিছু নেই আমার চোখের সামনে। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেলেও কাজের কাজ হচ্ছে না।

এর আগে কাফি সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তিনি সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন, সেই সময়সীমার মধ্যে ঘর পুনঃনির্মাণ এবং অভিযুক্তদের গ্রেফতার না করা হলে বিপ্লবী সরকারের ডাক দেওয়ার ঘোষণা দেন। ইতিমধ্যে ৩ দিন অতিবাহিত হতে যাচ্ছে আর বাকী মাত্র ৪ দিন। এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে কোন অগ্রগতি না হলে কাফি কি সত্যি সত্যি বিপ্লবী সরকারের ডাক দিবে? দিলেই কি সাধারণ মানুষ তাকে সমর্থন জানাবে? এ নিয়ে শুরু হয়েছে নানা কথা বার্তা।

কাফির প্রতিবেশীরা ওয়ালি উল্লাহ ইমরান বলেন, কাফি একজন সমাজসচেতন মানুষ এবং তার কনটেন্ট তরুণদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। তিনি জুলাই আন্দোলনের সমন্বয়ক ও ৩২ নম্বর ভাঙার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাই তার এমন অবস্থা। এলাকায় তার কোন শত্রুতা নেই। প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করব যেন দ্রুত অপরাধীদের ধরে সাজা দেওয়া হোক।

এ বিষয়ে নুরুজ্জামান কাফি বলেন, আমাদের ঘর এখন পুড়ে ছাই হয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁই নেই। বৃদ্ধ বাবা মা কে নিয়ে আগুনের লেলিহান শিখা থেকে বেঁচে যাওয়া একমাত্র গোয়াল ঘরই হচ্ছে রাত কাটানোর মাধ্যম। আমি বিশ্বাস করি আমার আল্টিমেটামের মধ্যেই সরকার দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে সমক্ষ হবে। নতুবা যে ঘোষণা দিয়েছি তাই করা হবে।
তিনি আরো বলেন, প্রশাসন বেশ কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কোনো বিশেষ তদন্ত ইউনিট গঠন করা হয়নি।

এখনো প্রশাসনের পক্ষ থেকে কাফির ঘর পুনর্নির্মাণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে কলাপাড়া উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ঘটনার তদন্ত চলছে এবং তারা দ্রুত রিপোর্ট জমা দেবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *