পটুয়াখালী পৌরসভায় সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে দোয়া চাচ্ছেন

রাসেল মোল্লাঃ আসছে ৯ মার্চ অনুষ্ঠিতব্য পটুয়াখালী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ ও সাবেক মেয়র জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ শফিকুল ইসলামসহ দৃশ্যমান সম্ভাব্য ৬ জন প্রার্থীর গণসংযোগ শুরু করেছে। দলীয় প্রতীক না দেয়ার ঘোষনায় আওয়ামীলীগের একাধিক নেতা মেয়র পদে নির্বাচন করার ঘোষনা দিয়ে গণসংযোগসহ পোস্টার ও ব্যানার টানিয়ে দোয়া চেয়ে প্রার্থীতা হওয়ার পরিচিতি হচ্ছেন ভোটারসহ জনসাধারনের কাছে।

নির্বাচন কমিশন কর্তৃক স্থানীয় সরকার ( পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ অনুযায়ী পটুয়াখালী পটুয়াখালী জেলার পটুয়াখালী পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারন আসনের কাউন্সিলর পদে নির্বাচনের উদ্দেশ্যে ২৩ জানুয়ারী ২০২৪ তারিখের গণবিজ্ঞপ্তি মোতাবেক পটুয়াখালী পৌরসভায় ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারন করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার মনোনয়নপত্র বাছাই, ১৬-১৮ ফেব্রুয়ারী মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল এবং ১৯-২০ ফেব্রুয়ারী আপিল নিষ্পত্তি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার, ২৩ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ, ৯ মার্চ সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন হবে বলে জানান রিটার্নিং অফিসার সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান জানিয়েছেন।

পটুয়াখালী পৌরসভায় মোট ভোটার ৫০,৬৯৯
এর মধ্যে পুরুষ ভোটার ২৩,৯৪৭ জন ও মহিলা ভোটার ২৬,৭৫০ এবং দুইটি হিজরা ভোটার রয়েছে।

সম্ভাব্য অন্য ৪ মেয়র প্রার্থী হলেন জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক জেলা বাস- মিনি মালিক সমিতির সভাপতি মো. রিয়াজ উদ্দিন মৃধা, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি পানজা বিড়ি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান খান, পৌর আওয়ামীলীগের সহ- সভাপতি ও দি- পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. এনায়েত হোসেন, পৌর আওয়ামীলীগের সদস্য জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও দি- চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির পরিচালক ওমর ফারুক মোঃ ইকবাল হোসেন ভুঁইয়া। এছাড়া পটুয়াখালী পৌরসভার সংরক্ষিত ৩ টি ও সাধারন ৯ টি ওয়ার্ডে অর্ধশতাধিক সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী দৃশ্যমান। এ সকল প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে প্রার্থী হওয়ার কথা বলে দোয়া প্রার্থনা করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *