পটুয়াখালী টাইমসের প্রথম বর্ষপূর্তি আজ

‘সত‍্য প্রকাশে আমরা কারো সাথে আপোষ করি না’ এই স্লোগানকে বুকে ধারণ করে দ্বীপ্ত-যৌবনের তুঙ্গ-তরঙ্গে দ্বিতীয় বছর স্পর্শ করলো ‘পটুয়াখালী টাইমস’।এর ত্যাগী ও আত্মনিবেদিত সংবাদকর্মীগণ উচ্চারণ করেছেন পেশাগত নৈপূণ্য ও দায়িত্বশীলতার দীপ্ত শপথ এবং চলমান সময়ের প্রতিটি ঘটনা পাঠকের সামনে তুলে ধরার চ্যালেঞ্জিং প্রত্যয়।তাই এক বছরেই দেশ ও প্রবাসে অগণিত পাঠকের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত ‘পটুয়াখালী টাইমস’।

পাঠক মাত্রই অবগত আছেন যে, বাংলাদেশে ও সমগ্র বিশ্বে চলমান সঙ্কুল আর্থ-সামাজিক-রাজনৈতিক প্রতিকূলতায় ভরা বিরূপ পরিস্থিতির মধ্যে সত্যান্বেষণের নিত্য লড়াইরত ‘পটুয়াখালী টাইমস’ জাতীয় স্বার্থ আর গণমানুষের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে সোচ্চার রয়েছে অতিক্রান্ত বিগত বছরে। অচলাবস্থার অন্ধ-অন্ধকারের মধ্যেও পাঠকের কাঙ্ক্ষিত তথ্য ও সংবাদের অগ্রণী ও অনিবার্য সংযোগ সূত্র হিসাবে নিত্য-সচল থেকেছে ওয়েভ পেজের মলাটে। ‘পটুয়াখালী টাইমস’ এর পেরিয়ে আসা দিনগুলোতে চিন্তায়, চেতনায়, কর্মে পরিবর্তিত বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষাপটে যা কিছু সত্য, সুন্দর, ভালো, মানবিক, গণতান্ত্রিক, মহৎ ও কল্যাণকর এবং  দেশ ও জনগণের জন্য ইতিবাচক, সেসবের সঙ্গে সামঞ্জস্য ও সমন্বয় বিধানের কঠিন কাজটিই সফলভাবে করেছে দ্বন্দ্ব-সংঘাতমুখর তীব্র বিরূপ পরিস্থিতিতেও। সত্যনিষ্ঠা ও দ্রুততার বিঘোষিত নীতিকে ঊর্ধ্বে তুলে ধরতে শত চাপ ও বিরোধিতার মধ্যে সাদাকে সাদা আর কালো কালো বলার সত্য-সুন্দর ধ্বনি উচ্চকিত করেছে।

একটি সংবাদ মাধ্যমের জন্য একটি বছর খুব বেশি সময় নয়। কিন্তু এই সময়ের নিরিখে পাঠকের আস্থা ও বিশ্বাসের জায়গাটিতে পৌঁছে যাওয়া এবং বাংলাদেশের সমাজ প্রগতি ও জাতীয় উন্নয়নের নানা অঙ্গনে ইতিবাচক-প্রায়োগিক-ব্যবহারিকভাবে ভূমিকা রাখা  খুব সামান্য বিষয়ও নয়। মানুষের সিক্ত-ভালোবাসা তথা পাঠকের এই আস্থা ও বিশ্বাসের শক্তিই ‘পটুয়াখালী টাইমস’ এর অন্তহীন কর্মপ্রচেষ্টাময়-পদযাত্রার সাহসিক প্রেরণা। মুক্তিযুদ্ধের অনির্বাণ চেতনা, স্বাধীনতার অবিরাম প্রেরণা এবং বাংলা ভাষা ও সংস্কৃতির মহান স্তম্ভ একুশের অন্তঃহীন প্রেরনায় ‘পটুয়াখালী টাইমস’ এ যাবত অর্জিত স্বর্ণালী-অভিজ্ঞতায় সর্বদা গতি, সত্য ও সাহসের প্রতীক হয়ে ভবিষ্যতের পথে প্রত্যয়দীপ্ত আলোবাহী প্রগতিশীল অভিযাত্রীরূপে পুনরুচ্চারণ করছে মাটি ও মানুষের প্রতি অঙ্গীকারের দীপ্ত শপথ: বাংলাদেশের সুমৃত্তিকার মুক্তইশতেহার রূপে বিশ্বব্যাপী বাংলাভাষার অপ্রতিরোধ্য মুক্তকণ্ঠী-তথ্য-সংযোগ-সেতু বিনির্মাণে প্রতীতি।

চলার পথের বাঁকে বাঁকে ‘পটুয়াখালী টাইমস’ চ্যালেঞ্জিং ও গতিময় ঐতিহ্যকে সতত-মান্য করে স্থবিরতাকে কখনওই প্রশ্রয় দেয় নি। জগৎ ও জীবনে প্রতিমুহূর্তে যে পরিবর্তন ঘটছে, প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত ইতিবাচকভাবে আত্মস্থ করেছে আঞ্চলিক-জাতীয়-আন্তর্জাতিক দৃষ্টিকোণের পৃথক পৃথক মাত্রা ও বিন্যাসে।বিশ্বভুবনের পরিবর্তনধর্মী মূলস্রোতের ভিত্তিতে বাংলাদেশের সমাজ, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বিনোদন, লাইফস্টাইল তথা সামগ্রিক মানবজীবনের জন্য প্রয়োজনীয়-কাঙ্ক্ষিত রূপান্তর ‘পটুয়াখালী টাইমস’র প্রতিটি অক্ষরে আঁকা হয়েছে।

সর্বক্ষণের সংবাদ সরবরাহ, পেশাগত বিশুদ্ধতা,নৈব‍্যক্তিক দায়িত্বশীলতা এবং বস্তুনিষ্ঠ সংবাদপ্রবাহের প্রতি সত‍্যনিষ্ঠায় নিবেদিত ‘পটুয়াখালী টাইমস’ ঘটনাবহুল একটি বছর অতিক্রম করে দ্বিতীয় বছরে পদার্পণের শুভক্ষণে দেশ ও প্রবাসের অগণিত পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা।

মোহাম্মদ নুরুজ্জামান

প্রকাশক ও সম্পাদক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *