রাসেল মোল্লা, কলাপাড়াঃ মাদক উদ্ধারে সফলতার স্বীকৃতি ও ওয়ারেন্ট তামিলকারী স্বরূপ পটুয়াখালী জেলার মাদক উদ্ধার ও ওরেন্ট আসামি ধরায় শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন এএসআই মো. রাসেল খান। তিনি কলাপাড়া থানায় কর্মরত আছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক সভাশেষে এ পুরস্কার প্রদান করেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ ।
গত জানুয়ারি মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে এএসআই মো. রাসেল খানকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ও ওয়ারেন্ট তামিলকারি কর্মকর্তা হিসাবে নির্বাচিত করা হয়।
তিনি গতবছরের জুন মাসে কলাপাড়া থানায় যোগদান করার পর কলাপাড়া থানা এলাকায় বিভিন্ন সময় সাজা প্রাপ্ত আসামি, জিয়ার মামলার আসামি, সিয়ার মামলার আসামি সহ সর্ব শেষ মোট ৪২ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করেছেন।
তাছাড়াও মাদকব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার ও সমাজের মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করে পটুয়াখালী জেলা পুলিশ।
এবিষয়ে এএসআই মো. রাসেল খান বলেন, আমি সবসময় আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করি। সর্বদা মাদক ও ওয়ারেন্ট ভুক্ত আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। এবং তিনি কলাপাড়া থানা অফিসার ইনচার্জ ওসি মো. জুয়েল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন স্যার সর্বদা কাজের বিষয়ে উৎসাহ প্রদান করেছেন বলেই আজ জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছি।