পটুয়াখালীতে দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন এর মাহফিলে মানুষের ঢল নেমেছে। শনিবার (২৫ জানুয়ারি) রাত ৮টা ১৪ মিনিটে তিনি পটুয়াখালী শহীদ মিনার মাঠে আয়োজিত মাহফিলের মঞ্চে উঠে শ্রোতাদের উদ্দেশ্যে বক্তব্য দিতে শুরু করেন। এ সময় লাখো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে তিনি ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
এর আগে বিকেলে মিজানুর রহমান আজহারী হেলিকপ্টারে করে পটুয়াখালীর আবুল কাশেম স্টেডিয়ামে অবতরণ করেন। তাকে স্বাগত জানাতে স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হয়।
আজহারীর সঙ্গে মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রনেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।