রাসেল মোল্লা,কলাপাড়া প্রতিনিধি: গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, রাজনীতি কোন জমিদারী বন্দবস্ত নয়। উত্তরাধিকার সূত্রে কোন সাম্রাজ্য নয়, রাজার ছেলে রাজা হবে। এমপির ছেলে এমপি হবে। মেয়রের ছেলে মেয়র হবে। চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় গনঅধিকার পরিষদ কলাপাড়া শাখার আয়োজনে কলাপাড়া প্রেস ক্লাসের ইঞ্জিঃ তৌহিদুর রহমান সি আই পি মিলনায়তনে উপজেলার কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয। সভায় সভাপতিত্বে করেন কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির ।
এসময় ভিপি নূর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন ,ছাত্র জনতার গনঅভ্যুত্থানে জীবন এবং রক্তের বিনিময়ে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গন অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দুই-এক বছরের মধ্যে সংসদ নির্বাচন হবে। নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব। গন অধিকার পরিষদ নতুন রাজনীতি প্রসারে কাজ করছে।
বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে ৩৩ বছরে প্রধানত দুটি রাজনৈতিক দল পালাক্রমে ক্ষমতায় ছিলো। যারা ক্ষমতায় গিয়েছে তারাই আইন- আদালত দলীয় করন করে। দলীয় নেতাকর্মীরা সুবিধা ভোগ করেছে। দেশের নাগরিকরা সেইভাবে সুযোগ সুবিধা পায়নাই। সম্ভাবনাময় পায়রা বন্দর ও তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কিভাবে বানিজ্যিক ভাবে আরও গতিশীল করা যায়। কর্মসংস্থানের সুযোগ করা যায় সেটি করা হবে। তিনি আরো বলেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের একটি কার্যালয় সেটা হল সদর রোডের নতুন বাজারের টিন পট্টিতে অবস্থিত এ নিয়ে কোন কাঁদা ছড়াছড়ি সুযোগ নেই গণধিকার পরিষদ পটুয়াখালী ঐক্যবদ্ধ। সবাই উপস্থিত ছিলেন
গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও বাংলাদেশ নারী অধিকার পরিষদে’র সমন্বয়ক ফাতিমা তাসনিম, গণঅধিকার উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিম, সহ-সভাপতি আবু হানিফ রিদয় ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, পটুয়াখালী জেলা গন অধিকার পরিষদের আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সদস্য সচিব মোঃ শাহাআলম ।
এসময় ছাত্র অধিকার ও যুব অধিকার সহ কেন্দ্রীয়, জেলা, উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য পটুয়াখালী গণ অধিকার পরিষদের দুটি কার্যালয় নিয়ে একটি ধুম্রজাল সৃষ্টি হয়েছিল সেটি ভিপি নূর সাংবাদিকের উপস্থিতিতে তার স্পষ্ট করেন।