দুর্বৃত্তদের পালিয়ে যাওয়া ঠেকাতে পঞ্চগড় সীমান্তে রেড এলার্ট জারি

পঞ্চগড় সীমান্তে রেড এলার্ট জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের চলমান পরিস্থিতির মধ্যে অনুপ্রবেশ ও দুর্বৃত্তদের পালিয়ে যাওয়া ঠেকাতে কড়া নজরদারিসহ রেড এলার্ড জারি করা হয়েছে বলে জানায় বাহিনীটি।

ইতোমধ্যে পঞ্চগড় সীমান্তে টহলও বৃদ্ধি করেছে বিজিবি। অপরদিকে সীমান্তের ওপারে টহল জোরদার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিজিবি ও সীমান্ত সূত্রে জানা যায়, পঞ্চগড় জেলার তিনদিক দিয়ে ভাতের সাথে ২৮৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। দীর্ঘ এই সীমান্ত এলাকায় পঞ্চগড় ১৮ বিজিবি, নীলফামারি ৫৬ বিজিবি ও ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করে থাকেন।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল জিয়াউল হক বলেন, উভয় সীমান্তেই রেড এলার্ট জারি রয়েছে। ভারত তাদের নিরাপত্তার স্বার্থে আগেই সীমান্তে রেড এলার্ট জারি করে। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় আমরাও টহল বৃদ্ধিসহ পুরো সীমান্তে রেড এলার্ট জারি করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *