দুর্নীতির অভিযোগে বিভিন্ন দূতাবাসে কর্মরত ৩৮ জনের তথ্য চেয়ে দুদকের চিঠি

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ অপচয়ের অভিযোগে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্যসহ মোট ১০টি দেশের বাংলাদেশি দূতাবাসে কর্মরত ৩৮ জন কর্মকর্তার তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অডিট অধিদফতরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চিঠিতে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে এসব কর্মকর্তার তথ্য দিতে বলা হয়।

চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্র, চীন, কানাডা, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ইতালি, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, সৌদি আরব, ফিলিপাইনের বাংলাদেশ দূতাবাস বা হাইকমিশনে কর্মরত রাষ্ট্রদূত, প্রধান কনস্যুলার, মন্ত্রণালয়ের সচিব ও অন্যান্য কর্মকর্তা- কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাৎ ও সরকারের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে।

এতে আরও বলা হয়, এই অভিযোগগুলো তদন্তে অভিযুক্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল, পদবী, স্থায়ী ও বর্তমান ঠিকানা দরকার। বিষয়টি অত্যন্ত জরুরি। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে এসব কর্মকর্তার তথ্য সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *