জুলাই ঘোষণাপত্রের দাবিতে মিরপুরে গণসংযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে শুরু হয় এই গণসংযোগ এবং লিফলেট বিতরণ কার্যক্রম।
এতে যোগ দেন সংগঠন দুটির মিরপুর, পল্লবী, কাফরুল, ভাসানটেক এবং শাহ আলী থানার নেতাকর্মীরা। গণসংযোগকালে তারা জুলাই ঘোষণাপত্রের পক্ষে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করেন। তুলে ধরেন ঘোষণাপত্রে অন্তর্ভুক্তির ৭ দফা দাবি।
নেতারা বলেন, ভবিষ্যতে আর কেউ যেন ক্ষমতায় গিয়ে হাসিনার মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, সেই রাষ্ট্র কাঠামো নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাঠে আছে, প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় সংগঠনটি। এসময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।