জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন যোগ দেবেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) অংশ নিতে নিউইয়র্ক যাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে এক সপ্তাহেরও কম সময় অবস্থানের পরিকল্পনা রয়েছে তার। সোমবার (২ সেপ্টেম্বর) এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা জানান।

তিনি আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টার লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব তার কাজ শেষ করে দেশে ফেরা। সুতরাং ভ্রমণ সময়সহ সফরটি এক সপ্তাহের বেশি হবে না।

ইউএনজিএ’তে সরাসরি দায়িত্বপ্রাপ্তরাই প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে কার্যকর ও যতোটা সম্ভব ছোট রাখতে চান। তবে সফরের নির্দিষ্ট তারিখ ও মেয়াদ এখনও চূড়ান্ত হয়নি বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, সফরকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনায়ও যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *