কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে চার ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জমিানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিতরা হচ্ছেন, মো. আব্বাস (৩০), মো. শাকিল (৩৬), মো. ওসমান (২৯) ও আলআমিন (৩০)
শনিবার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে চম্পাপুর ইউনিয়নের বিনামকাটা নামক স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই দণ্ড কার্যকর করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক কলাপাড়া থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন।
ইয়াসীন সাদেক জানান, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে উপরোক্ত ব্যক্তিদের এই দণ্ড প্রদান করা হয়েছে। আগামীতে এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে।




