আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আগামী ১০ ফেব্রুয়ারি তার দলের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। তাতে অংশ নেবেন আওয়ামী লীগের জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর শখার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা। তাদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি।
সোমবার (৫ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। দলটির সূত্র বলছে, আগামী উপজেলা নির্বাচনের দিকনির্দেশনা এবং দলীয় কোন্দল নিরসনের লক্ষ্যে তৃণমূলের নেতাদের গণভবনে ডাকা হয়েছে।
এর আগে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, দলের কোন্দল নিরসনে তারা তৃণমূল নেতাদের সাথে বসবেন।
বিএনপিবিহীন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থিতা উন্মুক্ত রাখে। তাতে দলটির অনেকে স্বতন্ত্র নির্বাচন করেন এবং উল্লেখযোগ্য আসনে নির্বাচিত হন। চব্বিশের ভোটে নিরঙ্কুশ বিজয়ের পর এবার উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী না দেয়ার কথা জানিয়েছে আওয়ামী লীগ। এ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা বর্ধিত এ সভায় পেতে পারেন বলে মনে করছেন দলটির তৃণমূলের নেতারা।