কুয়াকাটায় হোটেল থেকে গৌরনদীর দুই কাউন্সিলরসহ ৫ ছাত্রলীগ নেতা গ্রেফতার

পটুয়াখালীর কুয়াকাটা থেকে বরিশালের গৌরনদী পৌরসভার দুই কাউন্সিলরসহ ৫ ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কুয়াকাটার আবাসিক হোটেল জি সেভেন থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, গৌরনদী পৌর সভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সুজন, ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও গৌরনদী পৌর ছাত্রলীগের সভাপতি মো. মিলন খলিফা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোলান্ড প্রিন্স বেপারী, পৌর ছাত্রলীগের সদস্য মো. টিপু ও মো. সাকিব।

বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম। তিনি জানান, একাধিক মামলার আসামি হওয়ায় গৌরনদী থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে ভোরের দিকে গৌরনদী থানায় নিয়ে গেছে।

এদিকে, বরিশালের গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, ৫ আগস্টের পর স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে একাধিক মামলা হয়। আসামীরা তখন থেকেই পলাতক রয়েছেন।

তিনি আরও জানান, তথ্য প্রযুক্তির সহায়তা ও পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে অভিযান চালানো হয়। এ সময় আবাসিক হোটেল জি সেভেনের একটি রুম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হামলা-ভাঙচুর ও লুটপাটসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের মোট ৬টি মামলা রয়েছে। শুক্রবার দুপুরে আসামিদের বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *