রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে কুয়াকাটা সমুদ্র উপকূল এলাকায় অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক।
অভিযান চলাকালে জাটকা ইলিশ পরিবহনের দায়ে মো. ইসা (১৯) নামের এক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনায় সহায়তা করে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ি। পরে জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় চারটি এতিমখানায় বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, প্রতিবছরের মতোই ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচের ইলিশ জাটকা হিসেবে গণ্য হয়।” তিনি আরও জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী জাটকা ধরলে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা জরিমানা বা ২ বছর পর্যন্ত কারাদন্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।




