কুমিল্লায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের হামলায় ১০ শিক্ষার্থী আহত

শিক্ষার্থী হত্যার বিচার ও গণগ্রেফতারের প্রতিবাদে কুমিল্লা জিলা স্কুলের সামনে সকাল ১০টায় গণমিছিলে অংশ নেয় শিক্ষার্থীরা।

স্থানীয় সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী জানান, প্রায় হাজার খানেক শিক্ষার্থী কর্মসূচিতে যোগ দিতে জিলা স্কুলের সামনে জড়ো হয়।

৯ দফা দাবিতে শিক্ষার্থীরা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ফৌজদারি হয়ে পুলিশ লাইনসের দিকে এগোতে থাকে।

এসময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান থাকলেও তাদের পক্ষ থেকে কোনো বাধা দেয়া হয়নি।

কিন্তু মিছিল নিয়ে শিক্ষার্থীরা রেসকোর্স এলাকায় পৌঁছালে তাদের ওপর হামলা করে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মীরা।

এসময় শিক্ষার্থীদের লক্ষ্য করে ছররা গুলিও ছোঁড়ে তারা। এতে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হবার খবর পাওয়া গেছে।

তাদের মধ্যে গুলিবিদ্ধ পাঁচ শিক্ষার্থীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান আন্দোলনকারীরা।

আর বাকি পাঁচজন বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *