কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
কলাপাড়া উপজেলাধীন শিক্ষক ও কর্মচারী পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে কলাপাড়ার বিএনপির দলীয় কার্যালয়ে এ শুভেচ্ছা প্রদান করা হয়। খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. নূরে আলম মুরাদ, ধানখালী এইচ এন্ড আশরাফ একাডেমির সিনিয়র শিক্ষক মো. এরশাদুল আলম ইমন, নয়াপাড়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. ফিরোজ তালুকদার, নাওভাঙ্গা ফাজিল মাদরাসার প্রভাষক ইভান মাতুব্বর, মোয়াজ্জেমপুর ছলেহিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা সিনিয়র শিক্ষক মো. আব্দুল ওহাব, খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা সিনিয়র শিক্ষক মো. ফোরকানুল ইসলাম আইয়ুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পক্ষ থেকে এ শুভেচ্ছা প্রদান করা হয়।
খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নাছির উদ্দিন হাওলার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
এসময় বক্তব্য রাখেন বিএনপির কলাপাড়া উপজেলা সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সিনিয়র সহ সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি’ আইয়ুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসার প্রভাষক নজরুল ইসলাম, মোয়াজ্জেমপুর ছলেহিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, ধানখালী পাঁচজুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু বক্কর প্রমুখ।
অনুষ্ঠানে কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিনশোর অধিক শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাওভাঙ্গা ফাজিল মাদরাসার প্রভাষক ইভান মাতুব্বর।