কলাপাড়ায় চেয়ারম্যান প্রত্যয়নপত্র না দিয়ে দফাদার নিয়োগে অনিয়মের অভিযোগ

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় চেয়ারম্যান প্রত্যয়নপত্র না দেয়ায় দফাদার নিয়োগে যোগ্য ব্যক্তিরা প্রার্থীতা থেকে বাদ ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান’র বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ওই পরিষদের চৌকিদার মহিউদ্দিন ও মনির হোসেন। তারা ওই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হওয়া স্বত্বেও অজানা কারনে চেয়ারম্যান তাদের প্রত্যয়নপত্র দিতে গড়িমসি করছে। এতে যথাযথ যোগ্যতা থাকার পরেও ওই ইউনিয়ন পরিষদের দফাদার পদে প্রার্থী হতে পারছেন না তারা। একটি চেয়ারম্যান প্রত্যয়নপত্র পাওয়ার জন্য ওই পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন দফতরে ঘুরে বেড়াচ্ছেন তারা।

ভূক্তভোগী মনির হোসেন ও মহিউদ্দিন চৌকিদার জানান, তারা দীর্ঘবছর ধরে ওই পরিষদের ভিন্ন ভিন্ন ওয়ার্ডে চৌকিদার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ওই পরিষদের দফাদার পদটি শূন্য হলে গত ২১ জানুয়ারী একটি স্মারকের মাধ্যমে নিয়োগপত্র দেয়া হয়। ওই নিয়োগপত্রে আগ্রহী প্রার্থীদের অন্যান্য কাগজপত্রের সাথে চেয়ারম্যান প্রত্যয়নপত্র অত্যাবশ্যকীয় উল্লেখ করা হয়। কিন্তু চেয়ারম্যান তার পছন্দের একজনকে প্রত্যয়নপত্র দিলেও অজানা কারনে অন্যান্যদের প্রত্যয়নপত্র না দিয়ে হয়রানী করছে। ফলে চেয়ারম্যনের পছন্দের প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় দফাদার হিসেবে নিয়োগ পাওয়ার আশঙ্কা অন্যদিকে প্রার্থীতা থেকে বঞ্চিত হচ্ছে একাধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা। চেয়ারম্যান প্রত্যয়নপত্র পাওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছেও আবেদন করেছেন বলে তারা জানান।

এবিষয়ে অভিযুক্ত ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোও. হেদায়েত উল্লাহ জিহাদী’র কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ সদস্যদের নিয়ে রেজুলেশন করে একজনকে প্রত্যয়নপত্র দেয়া হয়েছে। তবে, অন্যরা কেনো প্রত্যয়নপত্র পাবে না তার কোন সদুত্তর না দিয়েই সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার কল করলেও তা রিসিভ হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *