রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর ;কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে রাতের আঁধারে আন্দারমানিক নদীর তীরে পতিত খাস জমিতে অবৈধভাবে এক্সকেভেটর দিয়ে মাটি কাটার অপরাধে মো. রাজন শেখ (৩৫) নামের একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার রাত ৯ টায় (২৩ মার্চ) উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে আন্দারমানিক নদীর তীরে ব্রিক ফিল্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।
ইয়াসীন সাদেক জানান, অবৈধভাবে বিনা অনুমতিতে নদীর পাড় থেকে এক্সকেভেটর মাধ্যমে মাটি কাটার অপরাধে এক্সকেভেটর ড্রাইভার মো.রাজন শেখকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬ (ঙ) ১৫ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে জরিমানার টাকা তাৎক্ষণিক দেওয়ায় তাকে প্রথমবারের মতো সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকারী সম্পত্তি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত আসামি রাজন শেখ জানান, একই উপজেলার বালিতলী ইউনিয়নের বাসিন্দা জাকির হোসেন ভেকু দিয়ে নদী ও নদী তীরের চর থেকে মাটি কেটে বিভিন্ন ব্রিকফিল্ডে মাটি সরবারাহ করে।