এবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করতে চান ট্রাম্প

জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও কানাডাকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও দেশটিকে যুক্তরাষ্ট্রের অংশ বানানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি। খবর আনাদোলু এজেন্সির।

সোমবার (৬ জানুয়ারি) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেন, কানাডার বহু মানুষ দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়। ট্রুডো এটি জানতেন বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হলে দেশটিতে কোনো শুল্ক থাকবে না, করও কমে যাবে। তারা রাশিয়া ও চীনের জাহাজের হুমকি থেকেও সম্পূর্ণ নিরাপদ থাকবে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, প্রায় এক দশক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর সোমবার কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। এর কয়েক ঘণ্টা পরই কানাডাকে নিয়ে ট্রাম্প করলেন এমন মন্তব্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *