উত্তরায় গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় বাইক চালককে কুপিয়ে জখম

রাজধানীতে গাড়ির সাথে বাইক লেগে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাইক চালককে কুপিয়ে আহত করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উত্তরায় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দুইজন বাইকে ছিলেন। গাড়ির সাথে বাইক লেগে যাওয়ার প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে গাড়ির ড্রাইভারসহ এক জন গাড়ি থেকে বড় রামদা বের করে বাইক চালকে কোপ দেয়। পরবর্তীতে জনগণ ওদেরকে ধরে গণধোলাই দেয়ার এক পর্যায়ে ঘটনাস্থলে পুলিশ আসে। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, এরা ছিনতাইকারী বা ডাকাত দলের সদস্য। তা না হলে গাড়িতে এতো বড় রামদা থাকার কথা ছিলো না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *