ইসলামপন্থিদেরকে ফ্যাসিবাদের ভাষায় গালিগালাজ করছে বিএনপি: মাওলানা আবদুল কাইয়ূম

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেছেন, দেশবাসির আশা-আকাঙ্খার প্রতি লক্ষ্য রেখে দেশের সমমনা ও ইসলামপন্থিরা একটি নির্বাচনি প্ল্যাটফর্মে আসার চেষ্টা করছে। কিন্তু বিএনপি এটাকে ভালভাবে না দেখে তারা ইসলামপন্থিদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ভাষায় গালাগাল করে নিজেদের বড় ক্ষতি করছে। এটা বুঝারও যেন শক্তি নেই তাদের। অথচ এই বিএনপি ২০২২ সাল পর্যন্ত আওয়ামী পার্লামেন্টে থেকে ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) মোহাম্মদপুর টাউন হল চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মোহাম্মদপুর থানা শাখা আয়োজিত থানা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলদেশের জনগণ রাষ্ট্র ক্ষমতায় নতুন মুখ দেখতে চায়। বিগত ৫৩ বছরে জাতি বড় তিনটি দলের শাসন দেখেছে। জুলাই বিপ্লবের পরও বিএনপিকে দেখছে। বুঝা যাচ্ছে এ দলটি তাদের পূর্বের চরিত্র থেকে এক চুলও নড়েনি। বরং নতুনভাবে ভয়ঙ্কাররূপ ধারণ করেছে। ফলে ক্রমেই দেশের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মোহাম্মদপুর থানা শাখা সভাপতি মুহাম্মদ সাব্বিুর আহমদের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মোঃ আবরার হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুহাম্মাদ মুরাদ হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সেক্রেটারি জেনারেল মুফতি মুহাম্মদ মুস্তাকিম বিল্লাহ, সংগঠনের ঢাকা মহানগর পশ্চিম সাধারণ সম্পাদক কেএম হাবিবুর রহমান ফয়সাল, মোঃ শরিফ হোসেন।

অনুষ্ঠিত থানা সম্মেলনে আরও বক্তব্য রাখেন, আলহাজ্ব দেওয়ান মুহাম্মাদ মিজানুর রহমান, মুহাম্মাদ মিরাজুল ইসলাম, মোঃ ফোরকান হোসেন, মুফতি আজিজুল ইসলাম গাজীপুরি, মোঃ আবরার হোসেন, মেহেদী হাসান ফরহাদ, মোঃ মোসলে উদ্দিন হাওলাদার, মোঃ ইয়াসিন আরাফাত, মোঃ ফুয়াদ আহমেদ, মোঃ তালহা জোবায়ের, মোঃ ফাহাদুল হাবিব, মোঃ উসমান গণি, মোঃ তামিমুল হক, মোঃ বায়োজিদ হোসেন, মোঃ আব্দুর রহমান প্রমূখ।

থানা সম্মেলন শেষে মোঃ আবরার হোসেনকে সভাপতি, মেহেদী হাসান ফরহাদকে সহ-সভাপতি ও মোঃ মোসলে উদ্দিন হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন প্রধান বক্তা। পরে তাদের শপথবাক্য পাঠন করানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *