ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি দুই কারাগার থেকে ২০০ ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছেন। এর আগে চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয় হামাস। শনিবার (২৫ জানুয়ারি) এই ফিলিস্তিনি ও ইসরায়েলিরা মুক্তি পান। খবর এএফপি ও আল জাজিরার।
ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের অফার কারাগার ও নেগেভ মরুভূমির কাজিয়ত কারাগার থেকে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হয়। মুক্ত হওয়া ফিলিস্তিনিদের মধ্যে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ রয়েছেন।
কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত রোববার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মধ্য দিয়ে ১৫ মাসের এ যুদ্ধের আপাতত ইতি ঘটেছে। এরপর আজ দ্বিতীয় দফায় ফিলিস্তিনি ও ইসরায়েলিরা মুক্তি পেলেন।
এর আগে, প্রথম দফায় হামাস তিন জিম্মিকে ছেড়ে দেয়। এর বদলে ইসরায়েলের কারাগারগুলো থেকে মুক্তি পান ৯০ জন ফিলিস্তিনি বন্দী। যুদ্ধবিরতি চুক্তির আওতায় ধাপে ধাপে হামাস জিম্মিদের ছেড়ে দেবে। পাশাপাশি ফিলিস্তিনি বন্দীদেরও মুক্তি দেবে ইসরায়েল।