ইরান সফরকালে গুপ্তহত্যার শিকার হলেন হামাসের প্রধান ইসমাইল হানিয়া

ইরান সফরকালে গুপ্তহত্যার শিকার হলেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। বুধবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি জানায়, তেহরানের যেই ভবনে হানিয়া অবস্থান করছিলেন; সেটি লক্ষ্য করে চালানো হয়েছে হামলা।

এসময়, তার সাথে থাকা এক দেহরক্ষীরও মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত হচ্ছে বলে জানিয়েছে আইআরজিসি। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে, তেহরান যান এই হামাস নেতা।

বেশকয়েক বছর ধরেই কাতারে বসবাস করেছিলেন তিনি। সেখান থেকেই নেতৃত্ব দিচ্ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *