আশুলিয়ায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ১৫

সাভার আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আশুলিয়া থানার পুলিশ। এ ঘটনার পর অভিযান চালিয়ে আটক করা হয় ১৫ জনকে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে আশুলিয়ার পূর্ব নরসিংহপুরের সোনামিয়া মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত আসামি রাকিব ভূঁইয়াকে গ্রেফতারে রাতে অভিযান চালায় এসআই রবিউলসহ আরও কয়েকজন। বাড়ি থেকে রাকিবকে গ্রেফতার করলে তার চিৎকারে পুলিশের ওপর হামলা চালায়, রাকিবের স্বজনরা। এসময় গুরুতর আহত হন এসআই রবিউলসহ ৪জন।

খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। আটক করা হয় ১৫ জনকে। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *