আমরা ৫ দফা দাবিতে আন্দোলনে নেমেছি সেই দাবিতে জাতীয় সংসদ নির্বাচন হবে: মোস্তাফিজুর রহমান

রাসেল মোল্লাঃ পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, আমরা একটি নতুন রাজনৈতিক ধারার সূচনা করতে চাই। বহু বছর ধরে দেশের মানুষ দুই দলের দুঃশাসনে অতিষ্ঠ। একদলকে ভোট দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পরবর্তীতে আরেকদলকে ভোট দিই, কিন্তু শেষ পর্যন্ত জনগণই ক্ষতিগ্রস্ত হয়। ৫আগস্টের পরে ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে। এখন সময় এসেছে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের প্রকৃত ক্ষমতা প্রতিষ্ঠা করার।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালীর মহিপুর থানার মধ্যবাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশাল গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ আর ভুল করবে না। আমরা ৫ দফা দাবিতে আন্দোলনে নেমেছি। যদি সেই দাবির ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে ইসলামি আইনের শাসন এ দেশে প্রতিষ্ঠিত হবে। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং জনগণের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার সদস্য মাওলানা আবুল হাসান বোখারী। বিশেষ অতিথি ছিলেন, মাওলানা মুহাম্মদ ইমরান হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হেদায়েতুল্লাহ জেহাদি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মহিপুর থানা ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি মোহাম্মদ ফজলুল হক খান এবং সঞ্চালনা করেন থানা শাখার সেক্রেটারি মোহাম্মদ মিল্লাত হাওলাদার।

সমাবেশে বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার, ফ্যাসিবাদের দোসর সব রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন এবং ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবি তুলে ধরেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *