আফগানিস্তানের নাম কালো তালিকা থেকে বাদ দেওয়া হবে : রাশিয়া

খুব শীঘ্রই ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের নাম কালো তালিকা থেকে বাদ দিতে যাচ্ছে রাশিয়া। সেই সাথে আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছে মস্কো। ‌

সোমবার (২৫ নভেমবর) আফগানিস্তানের রাজধানী কাবুলে অনুষ্ঠিত এক বৈঠকে একথা জানিয়েছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি সের্গেই শোইগু।

এই বৈঠকে, আফগানিস্তানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল গণি বারাদার, ডেপুটি অর্থমন্ত্রী ও প্রতিরক্ষা বিভাগের একজন সদস্য।

বৈঠকে, কাবুল ও মস্কের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি, বাণিজ্য ও ট্রানজিট সুবিধা এবং আফগানিস্তানে রাশিয়ার বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছে উভয়পক্ষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *