কলাপাড়া প্রতিনিধিঃ অবশেষে পটুয়াখালীর কলাপাড়ার পৌরসভার চিঙ্গুরিয়া এলাকায় খাল দখল করে তোলা স্থাপনা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার সকাল দশটায় কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
খাল দখল করে পানির প্রবাহ আটকে তোলা অন্তত ৭টি স্থাপনা আজ অপসারণ করা হচ্ছে। পর্যায়ক্রমে খাল দখল করে তোলা সকল স্থাপনা অপসারণ করা হবে বলে প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।
পরিবেশ কর্মীসহ কলাপাড়া পৌরসভার সচেতন নাগরিকরা খালের পানির প্রবাহ সচল রাখতে বর্জ্য অপসারণের পাশাপাশি দখল-দূষণ বন্ধে সামাজিক আন্দোলন করে আসছিলেন।
সহকারী কমিশন( ভূমি) ইয়াসীন সাদেক বলেন, কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই খালটি চার কিলোমিটার খালের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. রবিউল ইসলাম জানান, পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করতে খালের দখল-দূষণ বন্ধে এ অভিযান শুরু হয়েছে। এর আগে শহরের পানি নিষ্কাশনের একমাত্র পথ সচল রাখতে খালের গুরুত্বপূর্ণ স্থানের বর্জ্য অপসারণ কার্যক্রম করা হয়েছে। আজকের অবৈধ স্থাপনা অপসারণে কলাপাড়ার বিভিন্ন পর্যায়ের সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশ কর্মীরা সহায়তা করেন।




