অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানালো বিভিন্ন দেশ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানালো বিশ্বের নানা দেশ ও জোট। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান- গণতন্ত্রকে এগিয়ে নিতে ঢাকার সাথে কাজ করতে চায় ওয়াশিংটন।

ইউরোপীয় ইউনিয়নও বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে। জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল জানান, গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় সহযোগিতায় আগ্রহী ইইউ।

শুক্রবারই বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানায় চীন। পারস্পরিক সহায়তা বৃদ্ধিতে নতুন সরকারের সাথে কাজ করতেও আগ্রহী বেইজিং। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও স্বাগত জানিয়েছেন নতুন সরকারকে। মোদি বলেন, ভারত উভয় দেশের জনগণের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ড. ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণকে সহায়তা করতে প্রস্তুত জাতিসংঘও।

ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করায় অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়র প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। অভিনন্দন বার্তায় তিনি বলেন, নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই। তার বিশাল অভিজ্ঞতা প্রজ্ঞা ও সততার সাথে জাতিকে পরিচালিত করার প্রতিশ্রুতি দেয়।

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণ প্রয়োজন মনে করলে যেকোনো উপায়ে সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *