‘অতীতে সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুন্ন করায় গোয়েন্দা সংস্থার বড় ভূমিকা ছিল’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিগত সময়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুন্ন করার  পেছনে গোয়েন্দা সংস্থাগুলোর অন্যতম বড় ভূমিকা ছিল। সেই জায়গা থেকে সরে আসতে হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার প্রস্তাব নিয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এতে গণমাধ্যম সংস্কারের ১৩ দফা প্রস্তাবনা পেশ করে ‘ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই’ নামের এক সংগঠন।

ভবিষ্যতে গণমাধ্যমে যাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো হস্তক্ষেপ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব।

তিনি আরও বলেন, সাংবাদিকতা নিয়ে কাজ করতে হলে মালিকপক্ষকে সাংবাদিকদের যথাযথ মর্যাদা ও যৌক্তিক বেতন নিশ্চিত করতে হবে। সাংবাদিকতায় কপিরাইট আইন আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন শফিকুল আলম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *