সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণে একটি কমিটি গঠন করেছে পরিবেশ মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পর্যটকদের ভ্রমণে ট্রাভেল পাস নিতে হবে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ের এক আদেশে এই কমিটি গঠনের তথ্য জানানো হয়। এরইমধ্যে এই অফিস আদেশটি কক্সবাজার জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের হাতে পৌঁছেছে।
কক্সবাজার জেলা প্রশাসনের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করেছেন তারা। কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকা পরিবেশগত সংকটাপন্ন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি জানান, জাহাজের এন্ট্রি পয়েন্টে যাচাই করা হবে পর্যটকদের ট্রাভেল পাস। নিষিদ্ধ পলিথিন ব্যাগ এবং প্লাস্টিকের কোনো পণ্য পরিবহণ না করতে পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন।