সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী জমার তারিখ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে, চলতি বছর নভেম্বরের ৩০ তারিখের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
আজ জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য সিলগালা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো।
সম্পদ বিবরণী জমার বিধান অন্তর্ভুক্ত করে সরকারি চাকরিজীবী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ ইতোমধ্যে সংশোধন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে, সরকারি চাকরিজীবীদের প্রতি পাঁচ বছরে একবার সম্পদ বিবরণী জমা দিতে হতো। যদিও এই বিধান কঠোরভাবে অনুসরণ করা হয়নি।
সম্পদ বিবরণী দাখিলের বিষয়ে গত ১ সেপ্টেম্বর নির্দেশনা জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।