বাংলাদেশে হিন্দু সাধুকে জোর করে মুসলমান বানানোর ‘ভুয়া’ ভিডিও প্রচার করছে ভারত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, রাস্তায় ঘুরে বেড়ানো এক লোককে পরিষ্কার করা হচ্ছে। তবে প্রতিবেশী দেশ ভারতে ভিডিওটি প্রচার করা হচ্ছে ‘হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানো হচ্ছে’ এমন দাবিতে। তাদের ভাষ্যমতে, বাংলাদেশে হিন্দু সাধুকে জোর করে মুসলিম বানানো হচ্ছে।

তবেঁ, এক প্রতিবেদনে দেশীয় ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমর স্ক্যানার ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করেছে। যেখানে প্রমাণিত হয়েছে ভারতের প্রচারিত দাবিটি মিথ্যা। এটি হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানোর কোনো ভিডিও নয়। ভিডিওটি ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে।

তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ভিডিওর ব্যক্তিটি মুসলিম ধর্মের অনুসারী। সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। মানবিক উদ্যোগের অংশ হিসেবেতাকে পরিষ্কার করা হয়।

আরও জানা গেছে, ‘মাহবুব ক্রিয়েশন ফোর’ নামে একটি ইউটিউব চ্যানেলে গত ২৬ অক্টোবর একটি ভিডিও প্রকাশিত হয়। ওই ভিডিওর সঙ্গেই আলোচিত দাবিতে প্রচারিত এই ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়। তবে ভিডিওটিতে ওই ব্যক্তির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

একই নামের একটি ফেসবুক পেজে থেকেও গত ২৬ অক্টোবর ভিডিওটি প্রকাশ করা হয়। সেই পোস্টের ক্যাপশন থেকে জানা গেছে, পোস্টদাতারা ব্যক্তিটির দুরবস্থার কারণে তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছিল।

ফেসবুকের ওই পেজের আগের ভিডিওগুলো দেখে জানা গেছে, পেজটিতে নিয়মিতই এমন মানবিক উদ্যোগের ভিডিও প্রকাশ করা হয়। রাস্তায় ঘুরে বেড়ানো অসহায় লোক এবং পাগলপ্রায় ব্যক্তিদের পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলার চেষ্টা করে থাকেন তারা।

একই পেজে সোমবার (৯ ডিসেম্বর) আলোচিত ভিডিওতে থাকা একজন ব্যক্তির একটি লাইভ ভিডিও পাওয়া যায়। ভিডিওতে আলোচিত ভিডিওর বিষয়ে তিনি জানান, উক্ত ব্যক্তি ও তার পরিবার মুসলিম। হিন্দু সাধুকে জোর করে মুসলিম বানানোর দাবিটি মিথ্যা। ভারতে তাদের ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *