কলাপাড়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত

রাসেল মোল্লা কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে যুগান্তর কলাপাড়া প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা অমল মুখার্জির সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সিনিয়র সাংবাদিক এইচ এম আকবর।

বক্তব্য রাখেন সাংবাদিক প্রভাষক চঞ্চল সাহা, মিলন কর্মকার রাজু, এস কে রঞ্জন, মাওলানা আসাদুজ্জামান, জসীম পারভেজ, মোয়াজ্জেম হোসেন, ফরিদ উদ্দিন বিপু, উন্নয়ন কর্মী সাইফুল্লাহ মাহমুদ, সেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর সভাপতি নজরুল ইসলাম, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রাসেল মোল্লা, প্রচার ও দপ্তর সম্পাদক ইমন আল আহসান প্রমুখ।

অনুষ্ঠানে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা মরহুম নুরুল ইসলাম বাবুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদরাসা শিক্ষক মাওলানা ফোরকানুল ইসলাম ও মাওলানা আসাদুজ্জামান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *