বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক। এই রোডম্যাপ জনগণের মনে প্রশ্ন তৈরি করে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, দেশের যেকোনো আন্দোলন সংগ্রাম থেকে বিএনপি কখনো পিছপা হয়নি। আশি-নব্বইয়ের দশকে বিএনপি যা বলেছে, এখনও তাই বলছে। এ সময় জাতির প্রত্যেকটি অর্জনের সাথে বিএনপি জড়িয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।
ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা করেছে। পাশাপাশি অনেকের বাসস্থান করে দিয়েছে।