মির্জাগঞ্জে দুইদিন ব্যাপী তারুণ্য মেলার উদ্বোধন

মোঃ শামসুল হক, মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি: এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে দুইদিন ব্যাপী তারণ্য মেলার আয়োজন করা হয়েছে।

গতকাল সোমবার বিকেল তিনটায় উপজেলা পরিষদ মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম ফরাজি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পদক মো.হারুন অর রশিদ মুন্সি, বিএনপি নেতা মো.কাইফুর জাকির, ফিরোজ আলম গোলদার ও যুবদলের সদস্য সচিব গাজী আতাউর রহমান।

মেলায় জুলাই আগস্টের স্মৃতিসহ বিভিন্ন শ্রেণির কমপক্ষে ২০ টি স্টল স্থান পেয়েছে।

পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *