ফিলিস্তিনের উত্তর গাজ্জার জাবালিয়ায় গণহত্যা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল এবং এই হত্যাকাণ্ড আমেরিকার নির্দেশের অধীনেই হয়েছে বলে জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
শনিবার (১২ অক্টোবর) এক বিবৃতিতে এ কথা জানায় হামাস। এর আগে শুক্রবার জাবালিয়াতে গভীর রাতে একটি আবাসিক এলাকাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ২২ জন নিহত এবং ৯০ জনেরও বেশি আহত হয়।
এই হামলার নিন্দা জানিয়ে বিবৃতিতে হামাস জানায়, ইসরাইলি বাহিনী গাজ্জা উপত্যকার জাবালিয়া অঞ্চলে ব্যাপক বোমা হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে। এই হামলার কারণে বহু মানুষ নিহত ও আহত হয়েছে।
বিবৃতিতে হামাস আরও জানায়, ইসরাইল এইসব হামলা চালাচ্ছে আমেরিকার পূর্ণ সমর্থন ও সুরক্ষার অধীনে এবং এই সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন। এই আক্রমণগুলো মূলত ইসরাইলের গণহত্যা নীতিরই অংশ, যার লক্ষ্য হলো গাজ্জা থেকে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করা।
ইসরাইলের এই গণহত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে হামাস।
সূত্র: আল জাজিরা