জম্মু-কাশ্মীরে শোচনীয় হার মোদির বিজেপির, জয় পেল ওমর আবদুল্লাহর এনসি

ভারতের জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দলটি ৯০ আসনের মধ্যে মাত্র ২৯টি আসন পেয়েছে। ফলে বড় ব্যবধানে জয় পেয়েছে ওমর আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্স (এনসি)। কংগ্রেসের সাথে জোট করে ৯০টি আসনের মধ্যে ৪৯টি আসনে জয়ী হয়েছে এনসি। কংগ্রেস ৩৯টি আসনে প্রার্থী দিয়ে জয় পেয়েছে মাত্র ছয়টি আসনে।

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের সংবিধান প্রদত্ত ৩৭০ অনুচ্ছেদের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছিলেন মোদী। পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টি করেছিলেন। পাঁচ বছর ধরে চেষ্টা করেছিলেন সেখানের ক্ষমতায় যাওয়ার। তবে তার উগ্রবাদী নীতি দৃঢ়ভাবে প্রত্যাখ্যাত হলো ভোটারদের কাছে।

এদিকে, নির্বাচনে জয়ের আঁচ পেতেই ওমর আবদুল্লাহকে জম্মু-কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেছিলেন ফারুক আব্দুল্লাহ।

উল্লেখ্য, সিপিআইএম এই নির্বাচনে কংগ্রেস এবং এনসির সঙ্গে জোটবদ্ধ হয়েছিল। তারা একটি আসন জিতেছে। পিপলস কনফারেন্সও একটি আসনে জয়ী হয়েছে।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *