বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ, মেহেদী হাসান ও যুগ্ন সদস্য সচিব শেফাউর রহমান শিপনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের স্বাধীণতা প্রাঙ্গনে মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলায় হামলার এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেলার ভেতরে হঠাৎ করে একদল দুর্বৃত্ত ছাত্র আন্দোলনের নেতাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে হামলাকারীরা তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনজন আহত হন।
হাসপাতালে আহত মেহেদী হাসান ও শেফাউর রহমান জানান, ছাত্র আন্দোলনের জেলার যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান তার পরিবার নিয়ে মেলায় যায়। এ সময় মেলার এক দোকানের কর্মচারি আসাদুজ্জামানকে হেনস্তা করে। বিষয়টি জেনে তারা কয়েকজন মেলায় যায়। দোকান মালিকের সাথে কথা বলে ওই কর্মচারিকে মেলা থেকে বের করে দেন তারা।
তারা আরও জানান, মেলা থেকে বের হওয়ার সময় অপরিচিত দুই নারীকে কয়েকজন মিলে স্টিলের চামচ দিয়ে মারধর করতে দেখেন তারা। তাদের মারধর করতে বাধা দিলে তারা ধারালো অস্ত্র হাতে তাদের ওপর হামলা চালানো হয়।
হামলার বিষয়ে ইউএনও মো. মাহমুদ আল হাসান জানান, হামলার ঘটনা তদন্তে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে। দ্রুতই জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর তালুকদার জানান, হামলাকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।