কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলা; বিএনপি ও যুবদলের ৪ নেতাকর্মী কারাগারে

খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি ও যুবদলের ৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, বিএনপি নেতা আবদুল করিম মোল্লা, সর্মথক শফিকুল, যুবদল নেতা আনোয়ার হোসেন ও ইব্রাহিম হাওলাদার।

মামলার তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানার সহকারী পরিদর্শক (এসআই) রিকাবুল ইসলাম বলেন, সংঘর্ষের দিন ৫ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিল সেনাবাহিনী। তাদের মধ্যে ৪ জনকে গ্রেফতার দেখানো হয়।

এদিকে, খুলনা মহানগর বিএনপির এক বিজ্ঞপ্তিতে তাদের দলীয় পরিচয় নিশ্চিত করে গ্রেফতারের নিন্দা জানিয়েছে। এতে বলা হয়, কুয়েটে প্রশাসনের মামলায় বিএনপি ও অঙ্গ দলের নেতাকর্মীদের হয়রানির করা হচ্ছে। ইতোমধ্যে ভুক্তভোগী শিক্ষার্থীদের বক্তব্য, সংবাদমাধ্যমে আসা প্রতিবেদন ও ছবি, ভিডিও ফুটেজ পাওয়া প্রমাণের ভিত্তিতে দেশবাসী জানতে পেরেছে কুয়েটে যে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে তার সূত্রপাত গুপ্ত একটি ছাত্র সংগঠন ঘটিয়েছে। এ সময় রাহুল জাবেদ, ইফাজ ও ইউসুফ নামের তিনজন ছাত্রদল সমর্থকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। কিন্তু সেই ঘটনায় কুয়েট কর্তৃপক্ষ অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত ছাড়াই বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হয়রানি করছেন।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এজন্য ছাত্রদলকে দায়ী করেছেন ‘সাধারণ শিক্ষার্থীরা’। তবে ছাত্রদল পাল্টা দায়ী করেছে ছাত্রশিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে। এ ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদি হয়ে অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *