রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালীর ইটবাড়িয়া গ্রামে প্রতিবেশী কামরুল খান ও রুবেল হাওলাদার এর বিরুদ্ধে বসতঘর ভাংচুর ও মালামাল লুট করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে ৩১ মার্চ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে কলাপাড়া পৌর শ্রমিক দলের সহ সাংগঠনিক সম্পাদক মো. লালন খান এর বাড়িতে।
অভিযোগে উল্লেখ করেন মসজিদে ঈদের নামাজ শেষে স্থানীয় স্লুইসগেটের বিষয় নিয়ে মসজিদে মুসুল্লিদের সাথে আলোচনার করেন মো. লালন খান। আলোচনার মধ্যে হঠাৎ কামরুল খান ও রুবেল হাওলাদার উত্ত্যক্ত হয়ে মো. লালন খান সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় সে সময় রুবেল হাওলাদার মাটিকে পড়ে গিয়ে তার নাকে ও মাথায় আঘাত পায় এঘটনাকে কেন্দ্র করে হামলা চালিয়ে তার বসতঘড়ে গিয়ে ভাংচুর ও মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত কামরুল খান বলেন, লালন খান আমাদের উপর হামলা করে আহত করেছে আমরা হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছি এই সংবাদ পেয়ে আমাদের উপর উল্টো নাটক সাজানোর জন্য মিথ্যা অভিযোগ দিয়েছে।
তবে কলাপাড়া থানা অফিসার ইনর্চাজ (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে দুই পক্ষেরই অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।