ধর্মীয় সম্প্রীতি ছাড়া কোনও জাতি উন্নতি করতে পারে না। উপাসনালয়ে হামলাকারীরা ক্রিমিনাল। তাদের কোনও ধর্মীয় পরিচয় নেই— এমন মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন।
শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘ধর্মীয় সম্প্রীতি : বাস্তবতা ও করণীয়’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, দেশে সবার সমান অধিকার রয়েছে। এই অধিকার যেন কেউ খর্ব করতে না পারে সে ব্যপারে সরকার আন্তরিক। তবে কেউ কেউ অস্থিরতার ইঙ্গিত দিলেও এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, যারাই ক্ষমতায় থাকে তারাই দেশের সম্পদ লুট করে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। সম্পদ পাচারকারীরা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না।