ইসলামী দলগুলোর মধ্যে জাতীয় ঐক্যের ডাক দিলেন চরমোনাইর পীর

নিজেদের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করে ইসলামী দলগুলোর মধ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে প্রতিনিধি সম্মেলনে তিনি এ ডাক দেন।

ইসলামী আন্দোলনের আমির বলেন, বিগত দিনগুলোতে অনেকে ইসলামী দলগুলোর মাথায় লবণ রেখে বড়ই খেয়ে গেছেন। এখন থেকে সেই সুযোগ আর কাউকে দেয়া হবে না। ইসলামী আন্দোলনের জন্য একটা মাঠ উম্মুখ হয়ে আছে। এই সময়ে যদি আমরা ভালো চাষবাসের মাধ্যমে ফসল ঘরে উঠাতে না পারি এটা আমাদের জন্য একটা দুঃখ; দুঃখই থেকে যাবে।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, আসুন আর বিচ্ছিন্ন নয়, ইসলামের পক্ষে, দেশ গড়ার পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কল্যাণকর রাষ্ট গঠনে কাজ করি। ইসলামী দল গুলোর মধ্যে ঐক্যের প্রচেষ্টা চলছে জানিয়ে ঐক্যমত্যে পৌঁছানোর আশাও প্রকাশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *