বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইলিশ রপ্তানি বন্ধ করার পরেও ভারতের কিছু মাছ ব্যবসায়ী অবৈধভাবে ইলিশ আমদানি করছেন। সে ইলিশ তারা বিক্রি করছে খুব চড়া মূল্যে। যে ইলিশ আগে বিক্রি হতো ১৫০০ টাকায়, সে ইলিশ এখন বিক্রি হচ্ছে ৪০০০ টাকায়। এমনকি এক টুকরো রান্না করা ইলিশও বিক্রি হচ্ছে ৭০০ টাকায়!
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন সব তথ্য।
ব্যাঙ্গালুরুতে ভজহরি মান্নার করমঙ্গলা শাখার ম্যানেজার শান্তনু হালদার টাইমস অব ইন্ডিয়াকে বলেন, আমরা তিনটি সাইজে প্রতি প্লেটে একপিস (ইলিশ) করে সার্ভ করি। এর মধ্যে রয়েছে জাম্বো, সুপার জাম্বো এবং মিনি সাইজ; যার দাম যথাক্রমে ৪৬০, ৫০৫ এবং ২৭৫ রুপি; যা বাংলাদেশি মুদ্রায় ৭০০ টাকার বেশি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, গোপন পথে অবৈধভাবে ভারতে ইলিশ আসছে। ভারতই এই মাছের সবচেয়ে বড় আমদানিকারক। তবে বাংলাদেশ ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা দেয়ার আগে, কলকাতা ও দিল্লিতে এই মাছের কেজি ১২০০-১৫০০ রুপিতে বিক্রি হতো।