ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় বিএনপির প্রতিবাদ মিছিল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি’র প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭ টায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাড.খন্দকার নাসির উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন-অর-রশিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মোহাম্মদ হারুন প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি, যুবদল, ছাএদল, শ্রমিকদল, কৃষকদল, সেচ্ছাসবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ওসমান হাদীর উপর হামলার অপরাধীকে প্রশাসন ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অপরাধীকে ধরতে ব্যর্থ হলে এই দক্ষিণ জনপদ থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *