অভিযোগ ওঠেছে, বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা ওই অবৈধ ডায়াগনস্টিক সেন্টার কাম ক্লিনিক ব্যবসায় পরোক্ষভাবে জড়িত থাকার পাশাপাশি আর্থিক লেনদেনে ম্যানেজ হওয়ায় অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকটি রয়েছে বহাল তবিয়তে। এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা বলেন, আমি সরেজমিন পরিদর্শন করেছি। তাদেরকে কার্যক্রম বন্ধ রাখার কথা বলা হয়েছে।
এ বিষয়ে পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ এসএম কবির হাসান বলেন ওই অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকটি বন্ধ করেছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা লিখিত ভাবে আমাকে জানিয়েছে। আপনার মাধ্যমে জানলাম। খোজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে। সূত্রে জানাযায়, স্বাস্থ্য সেবার নামে সারাদেশে গড়ে ওঠা অবৈধ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগোনাস্টিক সেন্টারের অপচিকিৎসা বন্ধে বিশেষ অভিযান শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।