যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে আইওয়া ককাসে ডোনাল্ড ট্রাম্পের নিরঙ্কুশ জয়ের পর থেকেই; ফের আলোচনায় এ নেতা। সমর্থকরা বলছেন, এমন জয়ের পর সাবেক এ প্রেসিডেন্টের আবারও হোয়াইট হাউসে ফেরার সম্ভাবনা বেশ জোরালো হয়েছে। অনেকের মতে, চলমান মামলা এবং সমালোচনার পরও কট্টর রিপাবলিকানদের মধ্যে জনপ্রিয়তা ধরে রেখেছেন ট্রাম্প। যা মনোনয়নের লড়াই তো বটেই, প্রেসিডেন্ট প্রার্থিতার লড়াইয়েও এগিয়ে নেবে তাকে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের স্পর্শকাতর নথি তুছরুপের চেষ্টা বা পর্ন তারকাদের নিয়ে কেলেঙ্কারি; যুক্তরাষ্ট্রজুড়ে ৯১টি ফৌজদারি অভিযোগে অভিযুক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এসব মামলার জেরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থিতা নিয়েও দেখা দিয়েছিলো শঙ্কা।
তবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে আইওয়ার দলীয় ককাসে ট্রাম্পের নিরঙ্কুশ জয় বদলে দিয়েছে দৃশ্যপট। ৫১ শতাংশ ভোট নিশ্চিতের পর রীতিমত অবাক ট্রাম্পের সমালোচকরা। বিভিন্ন মহলে জল্পনা, তবে কি আবারও হোয়াইট হাউসে প্রত্যাবর্তন হবে ট্রাম্পের? ডেমোক্র্যাট বাইডেন কি তবে এ দফায় তাকে রুখতে ব্যর্থ হবেন?
বিশ্লেষকরা বলছে, আইনি ঝামেলা এবং দু’বার অভিশংসনের পরও রিপাবলিকানদের মধ্যে যে ট্রাম্প আধিপত্য ধরে রেখেছেন; তা আইওয়া ককাস চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এমনকি মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবেই আখ্যা দেয় কট্টর রিপাবলিকানরা। এ ভোটাভুটির মধ্য দিয়ে তার দ্বিতীয় দফায় জয়ের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।